একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে মহাজোট প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ শূন্য থেকে হয়েছেন কোটিপতি। গত ৫ বছরে তিনি প্রায় আড়াই কোটি টাকার মালিক হয়েছেন।
দাখিল করা হলফনামা থেকে জানা যায়, বি.কম পাস প্রার্থী নুরুজ্জামান আহমেদ পেশায় একজন ব্যবসায়ী এবং কৃষি ও মৎস্যচাষি। অস্থাবর সম্পদের তালিকায় দশম জাতীয় সংসদ নির্বাচনে নগদ ও ব্যাংকে জমার পরিমাণ কিছু নেই বলে উল্লেখ করলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগদ অর্থের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ২১০ টাকা এবং ব্যাংকে জমা দেখিয়েছেন ১ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৫৮৩ টাকা। গত ৫ বছরে তার গচ্ছিত অর্থ দাঁড়ায় ২ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৭৯৩ টাকা। এ ছাড়া দশম নির্বাচনের হলফনামায় নিজ নামে কোনো গাড়ি না দেখালেও একাদশ নির্বাচনে শুল্কমুক্ত সুবিধায় কেনা একটি গাড়ি দেখিয়েছেন।
এসব আয়ের উৎস একই হলেও দশম সংসদ নির্বাচন থেকে ৫ বছরে নুরুজ্জামানের সম্পদ বেড়েছে বহুগুণে। তার আয়ের বড় অংশ মৎস্য চাষ থেকে একাদশের হলফনামায় ১৩ লাখ ৫৭ হাজার ৫৬০ টাকা, কৃষি খাতে ৯২ হাজার ৪০০, বাড়ি ও দোকান ভাড়া থেকে ৯২ হাজার টাকা, তামাকের ব্যবসা ও সঞ্চয়ী সুদে ৭ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা এবং সম্মানী ভাতা থেকে ১১ লাখ ৪ হাজার টাকা দেখিয়েছেন। কিন্তু দশম সংসদ নির্বাচনে তিনি হলফনামায় এসব খাত থেকে মাত্র ৬ লাখ ২০ হাজার টাকার হিসাব দাখিল করেন।
হলফনামার তথ্য অনুযায়ী, নুরুজ্জামানের গ্রামে আবাসিক ভবন না বাড়লেও রাজধানী ঢাকায় তিনি ৩০ লাখ টাকায় রাজউকে একটি প্লট কিনেছেন।