চলতি বছর বাজারে ২০ কোটি ইউনিট স্মার্টস্পিকার বিক্রি হবে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষকরা। ২০১৮ সালে স্মার্টস্পিকার বিক্রির সংখ্যা ছিল ১১ কোটি ৪০ লাখ। এ বছর এই সংখ্যা দাঁড়াবে ২০ কোটি ৭০ লাখে।
ক্যানালিস জানিয়েছে, গত বছরের তুলনায় গুগল হোম, অ্যামাজন ইকো ও অ্যাপলের হোমপডের মতো ডিভাইসগুলোর বিক্রি বাড়বে ৮৪ দশমিক ৪ শতাংশ। এর ফলে আগামী ২০২১ সালে ট্যাবলেটের চেয়ে স্মার্টস্পিকারের মালিকের সংখ্যা বেড়ে যাবে।
যুক্তরাষ্ট্রে স্মার্টস্পিকারের বাজার বাড়বে ৪৬ শতাংশ। চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে বাড়বে যথাক্রমে ১৬৬, ১৩২ ও ১৩১ শতাংশ। কানাডা ও যুক্তরাজ্যে স্মার্টস্পিকারের বাজার বাড়বে ৮০ ও ৪৭ শতাংশ। তবে বাজার বাড়লেও ভবিষ্যতেও ডিভাইসটির জনপ্রিয়তা অটুট থাকবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ স্মার্টফোনের মতো ঘন ঘন স্মার্টস্পিকারের মডেল পাল্টাতে আগ্রহী নন ক্রেতারা। সাম্প্রতিক এক গবেষণায় ৬৯ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, একটি থাকতে তারা আরেকটি স্পিকার কিনতে চান না। তবে বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে ১১ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের বাজার থাকবে স্মার্টস্পিকারের দখলে।