শোবিজ

১০ বছর পর চলচ্চিত্রে ফিরলেন আফসানা মিমি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

১০ বছর অনেক সময়। এই দীর্ঘ সময় চলচ্চিত্রে দেখা যায়নি একসময়ের সাড়াজাগানো মিষ্টি তারকা আফসানা মিমিকে। শোবিজ অঙ্গনে অনেকটাই অনিয়মিত এ অভিনেত্রী ও নির্মাতা। ২০০৯ সালে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’ চলচ্চিত্রে অভিনয় করে ডুব দেন তিনি। অবশেষে দীর্ঘ ১০ বছর পর আবার চলচ্চিত্রে ফিরছেন অভিনয়শিল্পী আফসানা মিমি।

চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে। ছবির নির্মাতা সেলিম জানান, সোমবার (আজ) থেকে চাঁদপুরে ছবির শুটিং শুরু হয়েছে। এতে আফসানা মিমিসহ অন্য অভিনয়শিল্পীরা অংশ নেবেন।

এর আগে তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রে অভিনয় করেন ছোটপর্দায় জনপ্রিয় এ অভিনেত্রী। নব্বইয়ের দশকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন মিমি। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি ‘ডলস হাউস’-সহ বেশ কিছু নাটক নির্মাণ করেন। মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘ক্যাম্প’ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিলেও প্র্রযোজকের কারণে সেটি আর শেষ করতে পারেননি।

সম্প্রতি ফের উপস্থাপনায় ফিরেছেন এই অভিনেত্রী। এবারের ঈদে একাধিক অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে। আফসানা মিমি বলেন, ‘নতুন এ ছবিতে অভিনয় করছি। এমনিতে আমার একাডেমিকে ঘিরে এখন যত ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এটা নিয়েই ব্যস্ত থাকি। উত্তরায় আমার বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতেই দিনরাত্রির সব সময় চলে যায়। তবে এখন অভিনয়ের জন্য আলাদা সময় বের করব।’

আফসানা মিমিকে সর্বশেষ উপস্থাপনা করতে দেখা যায়, ২০১৮ সালে রোজার ঈদে, বিটিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘মমতাজ অফট্র্যাক’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন বিটিভির মহাপরিচালক হারুন রশীদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads