১০০ রোহিঙ্গা পরিবার টেকনাফে স্থানান্তর

ভারত থেকে আসা ১০০ রোহিঙ্গা পরিবারকে টেকনাফে স্থানান্তর

ছবি : সংগৃহীত

জাতীয়

১০০ রোহিঙ্গা পরিবার টেকনাফে স্থানান্তর

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি, ২০১৯

গত কয়েক দিনে ভারত থেকে পালিয়ে আসা ৭২টি রোহিঙ্গা পরিবারের ৪৩২ জনকে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ওমান রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া প্রতিবেশী এ দেশ থেকে পালিয়ে আসা আরো ২৮টি রোহিঙ্গা পরিবারকে এখানে নিয়ে আসা হবে। মোট ১০০ রোহিঙ্গা পরিবারের জন্য আলাদা ঘর নির্মাণ করা হয়েছে ওই ক্যাম্পে। সরেজমিন গিয়ে দেখা গেছে, গত বুধবার ট্রানজিট ক্যাম্প থেকে ৭২টি রোহিঙ্গা পরিবার হোয়াইক্যংয়ের ওমান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছিল। ভারত থেকে পালিয়ে আসা আরো ২৮টি রোহিঙ্গা পরিবারকেও আজ এই ক্যাম্পে নিয়ে আসা হবে বলে জানা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ এসব রোহিঙ্গাকে ক্যাম্পে প্রেরণের কাজ তদারকি করছেন।

ভারত থেকে আসা রোহিঙ্গা সলিম উল্লাহ বলেন, আমরা ভারতের হায়দ্রাবাদে রোহিঙ্গা শিবিরে থাকতাম। কিন্তু সেখানে মিয়ানমার সরকারের সহযোগিতায় ভারতীয় কর্তৃপক্ষ আমাদের জোরপূর্বক প্রত্যাবাসনের মাধ্যমে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) নিতে বাধ্য করছে। ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডে (এনভিসি) রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক নয় বলে উল্লেখ করা হয়েছে। তাই আমরা এনভিসি কার্ড নিতে অস্বীকৃতি জানিয়ে ভারত থেকে পালিয়ে এসেছি।

জম্মু-কাশ্মির থেকে আসা রোহিঙ্গা নারী খুরশিদা জানান, তারা দীর্ঘ আট বছর ধরে ভারতের জম্মু কাশ্মিরে ছিলেন। সেখানে তাদের মতো আরো তিন হাজারের বেশি রোহিঙ্গা পরিবার বসবাস করছে। অনেক পরিবারকে ভারত সরকার জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেয় এবং মিয়ানমার সরকার তাদের ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) নিতে বাধ্য করে। পরিবেশ সৃষ্টির আগে তারা মিয়ানমারে ফিরে যেতে নারাজ। তাই তারা পরিবার পরিজন নিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে। ওই নারী আরো জানান, বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত দিয়ে ঢুকে অনেক কষ্টে কক্সবাজার পর্যন্ত পৌঁছেছি। এখানে প্রথমে আমাদের ট্রানজিট পয়েন্টে রাখা হয়েছিল। তারপর আজ সেখান থেকে ক্যাম্পে আনা হয়েছে। ট্রানজিট পয়েন্টে ভারত থেকে আসা আরো শতাধিক পরিবার থাকতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads