সারা দেশ

হোমনায় ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন‘র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০২৩

মো. আক্তার হোসেন, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: 
কুমিল্লার হোমনায় ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন‘র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ জাতীয় গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাঈদ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মণ, চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর খালিদ মোস্তাফিজ, সহকারী অধ্যাপক মীর দেলোয়ার হোসেন, ইউপি সদস্য রমিজ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ, সংগঠনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০১৬ সাল থেকে ঊষার আলো মানবিক ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads