জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার জানান, দুদিন ধরে জ্বরে ভুগছেন বেবী নাজনীন। জ্বর না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তিনি বাসাতেই ছিলেন। কিন্তু মঙ্গলবার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শুরুতে জরুরি বিভাগের চিকিৎসকেরা বেবি নাজনীনকে দেখেছেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা পর চিকিৎসক তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান এনাম।
বেবী নাজনীনের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।