হানি হানি মুন মুন

অভিনেতা মোশারফ করিম এবং অভিনেত্রী বাঁধন

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

হানি হানি মুন মুন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জুন, ২০১৮

বিয়ের পর হানিমুন করতে নেপালে পাড়ি জমিয়েছেন হানিফ দম্পতি। কিন্তু হানিফ তার স্ত্রীকে কিছুতেই খুশি করতে পারছেন না। একসময় হানিফ জানতে পারেন, তার বৌ আরেকজনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। ইতোমধ্যে হানিফের পরিবার তাকে ভুল বোঝা শুরু করেছে। তবে কি হানিফ চিরকালের জন্য হারিয়ে ফেলবে তার স্ত্রীকে?

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘হানি হানি মুন মুন’। আসছে ঈদে এশিয়ান টিভিতে প্রচার হবে নাটকটি। এটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকটিতে হানিফ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং তার স্ত্রী হিসেবে অভিনেত্রী বাঁধন। নাটকটির ডিজিটাল রাইটস নিয়েছে বঙ্গ-বিডি। ১৯ জুন বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলেও মুক্তি পাবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads