স্মার্টফোন ব্যবহারের সময় হুট করেই হাত থেকে পড়ে স্মার্টফোন ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকের ক্ষেত্রেই হরহামেশা এমন হয়। এ ছাড়া কিছুটা বড় ডিসপ্লের স্মার্টফোনের ক্ষেত্রেও এ সমস্যা দেখা যায়।
এ সমস্যার সমাধানে ‘এডি কেসিং’ নামের একটি সমাধান নিয়ে এসেছেন জার্মানির শিক্ষার্থী ফিলিপ ফ্রেনজেল। তিনি এমন একটি মোবাইল কেসিং তৈরি করেছেন, যা স্মার্টফোন হাত থেকে পড়ামাত্র চার কোনা থেকে মাকড়সার মতো পা বের করে সরাসরি আঘাত থেকে ফোনকে রক্ষা করবে।
‘অ্যাকটিভ ডাম্পিং কেস’ নামের এ কেসিংটি ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে। জার্মান সোসাইটি ফর মেকাট্রনিক্স তাকে এ উদ্ভাবনের জন্য পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছে।
কেসিংটি তৈরির বিষয়ে উদ্ভাবক ফ্রেনজেল জানান, এক দিন জামার পকেট থেকে পড়ে তার আইফোনটি ভেঙে যায়। এরপর তিনি এর সমাধান নিয়ে চিন্তা করতে শুরু করেন এবং কিছুদিন পর এ কেসিংটি তৈরি করেন। কেসিংয়ে কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যা উপর থেকে ফোন পড়ছে কি না সেটি শনাক্ত করতে সক্ষম। তাৎক্ষণিকভাবে কেসিংয়ের চার কোনা থেকে পায়ের মতো অংশ বের হয়ে ফোনটিকে রক্ষা করবে।
এরই মধ্যে তিনি বাণিজ্যিকভাবে কেসিংটি বিক্রির জন্য একটি ওয়েবসাইট চালু করেছেন। প্রাথমিকভাবে আইফোন ৬ এবং এর পরের মডেলগুলোর জন্যই কেসিংটি পাওয়া যাবে।