চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পশ্চিম বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদল কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি আকতার হোসেন দুলাল।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল আউয়াল মিয়াজী ও যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
সরকারের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি এবং তারুণ্যের অহংকার তারেক রহমানসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়াও অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তারা আরো বলেন, দলীয় চেয়ারপার্সনের মুক্তি ও আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী পালনে আমাদের প্রস্তুত থাকতে হবে। আগামি দিনে দল যে কর্মসূচী দিবে তা আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে পালন করবো।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান এম নাফের শাহ্ ও মিজানুর রহমান মিলন, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আজাদ কাশারী। এ সময় উপজেলা যুবদলের সহ-সভাপতি কাজী জসিম, রফিকুল ইসলাম রনি, প্রচার সম্পাদক জুলহাস চৌধুরী, যুবদল নেতা আমিন খাঁন মিন্টু, সাইফুল ইসলাম, রোমান গাজী, শাহপরান, নূরে আলম, ছাত্রনেতা ঝুটনসহ উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।