হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

হাজীগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

অপরাধ

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

  • গাজী মহিনউদ্দিন, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০১৮

হাজীগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে চোরের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাতপুর আতিক শাহ বির্কস ফিল্ড (ইটের ভাটায়) চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান বাবু (২২) নামের ঐ চোরের মৃত্যু হয়েছে।

নিহত যুবক ওই ইউনিয়নের আহম্মেদপুর গ্রামের আশকর বেপারি বাড়ির মো. কামাল হোসেনের ছেলে। এ ঘটনায় বাবুর দুই সহযোগী একই বাড়ির আলমগীর হোসেনের ছেলে শাহ পরান (২৩), ও আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চুরি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এ তিন যুবক। বুধবার রাতে চুরির উদ্দেশ্যে আতিক বির্কস ফিল্ডের যায় তারা। পানি উঠানোর বৈদ্যুতিক মটর চুরি করতে গিয়ে কামরুল হাসান বাবু বিদ্যুতায়িত হয়ে পড়লে দুই সহযোগি পরান ও ফয়সাল বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্মরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করলে থানা পুলিশ লাশ উদ্ধার এবং দুই সহযোগিকে আটক কর।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রণি বলেন, পানির মটর পাম্প চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজন মারা যায়। নিহত বাবুর দুই সহযোগিকে আটক করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads