হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিহাব (২) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে

প্রতীকী ছবি

দুর্ঘটনা

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অগাস্ট, ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ ইউনিয়নে শিহাব (২) নামে শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সোমবার (৬ আগষ্ট) সকাল ১১টায় ওই উনিয়নের রামপুর বাজার এলাকার মজুমদার বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত শিহাব মজুমদার বাড়ীর মো. জুলহাস মজুমদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় শিশু সিহাব খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে কিছুক্ষণ পরে পুকুরে ভাসতে দেখেন। পরবর্তীতে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. আবু সাঈদ সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads