৩১ বার তোপধ্বনীর পর শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে আজ রোববার দিনাজপুরের হাকিমপুরে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল পৌনে ৭টায় মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন সম্মুখ সমরে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠন।
এ সময় নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।