হবিগঞ্জে ৪ হাজার কপি বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই ভাঙ্গারী দোকান থেকে উদ্ধারের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে জেলা প্রসাশক মাহমুদুল কবীর মুরাদ এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা) , জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বানিয়াচং। তাদেরকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত সোমবার রাতে শহরের বাস টার্মিনাল এলাকার এক ভাঙ্গারী দোকান থেকে ৪ হাজার কপি সরকারী বই উদ্ধার করে পুলিশ। এ সময় দোকানের দুই কর্মচারীকে আটক করা হলেও মালিক পালিয়ে যায়।
হবিগঞ্জের জেলা প্রসাশক মাহমুদুল কবীর মুরাদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।