নিজের গান, এই সময়ের গান নিয়ে হতাশ কণ্ঠশিল্পী ন্যান্সি। এই সময়ের কোনো গানই শ্রোতাদের মন ভরতে পারছে না বলে মনে করছেন তিনি। পাশাপাশি কিছু ভালো গান হলেও তা শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে না বলে তিনি মনে করেন।
এ সম্পর্কে গণমাধ্যমে ন্যান্সি বলেন, এখন গান নিয়ে শ্রোতাদের সেই আগের মতো উচ্ছ্বাস নেই। আগে ঈদের সময় ক্যাসেট, সিডি বের হলে দোকানে দোকানে নতুন গান বাজত, ঈদের আগের দিন থেকেই নতুন গান পাড়া-মহল্লার মোড়ে মোড়ে বাজানো হতো। এখন তো সেসব আর চোখে পড়ে না, নতুন গানও কানে ভেসে আসে না। ইদানীং গান নিয়ে হতাশ আমি।
এর কারণও বের করেছেন ন্যান্সি। তার মতে, তিনি নিজেই ভালো গান পাচ্ছেন না। গত দুই বছরে স্টেজে তার নতুন কোনো গানের অনুরোধ আসেনি বলেও জানান। ন্যান্সি বলেন, গত দুই বছরে গাওয়া কোনো গানই কোনো স্টেজ শোতে দর্শক গাইতে অনুরোধ করেননি। তার মানে বুঝে নিতে হবে ভালো গান পাচ্ছি না। এ কারণে আমি নিজেই নিজের গান নিয়ে হতাশ!
গত ঈদে ন্যান্সির গাওয়া মোট চারটি গান প্রকাশ হয়েছে। তার কোনোটাই শ্রোতাদের হূদয়ে নাড়া দিতে পারেনি বলে ন্যান্সি মনে করেন।