হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার দুপুরে হঠাৎ অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে চার মিনিট স্থায়ী এ অন্ধকারে নিমজ্জিত ছিল দেশের প্রধান বিমানবন্দরটি। ডেসকোর মূল লাইনে সমস্যার কারণে এ পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বিভিন্ন এয়ারলাইনসের অফিসগুলো সাময়িক সমস্যায় পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিদ্যুৎ চলে যায়। প্রায় ৪ মিনিট অন্ধকারে থাকে এয়ারলাইনসগুলোর অফিস। এতে চেক ইন কাউন্টারগুলোর কম্পিউটার বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় কাজ চালানো হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, ‘ডেসকোর মূল লাইনের সমস্যা দেখা দিয়েছে। বিকল্প লাইন সচল রয়েছে। এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে কার্যক্রম চলছে।’
এ প্রসঙ্গে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহিদ সরোয়ার বলেন, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা নেই। আমরা বিমানবন্দরের সাব-স্টেশন পর্যন্ত সংযোগ দিই, এরপর বিমানবন্দরের ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ হয়। যদি কোনো সমস্যা হয়, সেটা তাদের অভ্যন্তরীণ সমস্যা।’
এর আগে গত ৩ সেপ্টেম্বরও বিদ্যুৎ বিভ্রাট ঘটে শাহজালাল বিমানবন্দরে।