সোহেল রাজের ভুলে গেছি বন্ধু

সোহেল রাজ

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

সোহেল রাজের ভুলে গেছি বন্ধু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০১৯

প্রকাশ হলো নতুন গান ‘ভুলে গেছি বন্ধু’। সোহেল অটলের কথায় গানটিতে সুর, সঙ্গীত এবং কণ্ঠ দিয়েছেন সোহেল রাজ। গানটি সোমবার গানবাজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

গান সম্পর্কে জানাতে গিয়ে গায়ক সোহেল রাজ বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা গান। এমন কথা এবং সুরের গান এর আগে আমি করিনি। দীর্ঘ সময় নিয়েছি গানটি তৈরি করতে। সাধারণত গান করতে এত সময়ও আমি নিই না। যা হোক, আমার ধারণা অত্যন্ত রুচিশীল একটা গান হয়েছে। সব শ্রেণির শ্রোতার মনোযোগ না কাড়লেও রুচিশীল শ্রোতাদের এই গান ভালো লাগবে।’

কিশোরগঞ্জের হাওরে ‘ভুলে গেছি বন্ধু’ গানটির চিত্রায়ণ করা হয়েছে। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন গায়ক নিজেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads