নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা নদীর মোহনায় নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মেঘনাঘাট শাখা ব্যবস্থাপক বোরহান উদ্দিনের লাশ ভেসে উঠে। এখনো নিখোঁজ আছেন পুলিশের টিএসআই সেলিম মিয়া। এর আগে সোমবার নিখোঁজ নারী আনসার সদস্য রিতা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যাংক কর্মকর্তা বোরহান উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলা রামনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চর হোগলা কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত: রোববার ৩১ মার্চ সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপালন শেষে উপজেলা সদরে ফিরছিলেন। ওই সময়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ও নারী আনসারসহ ২২ জন যাত্রী ছিলেন। তখন নিখোঁজ ছিলেন তিনজন।