সেমির পথে রিয়াল

ছবি : ইন্টারনেট

ফুটবল

সেমির পথে রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ জানুয়ারি, ২০১৯

কোপা দেল রের সেমিফাইনালের পথে রয়েছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পরশু ৪-২ গোলে লস ব্লাঙ্কস শিবির পরাজিত করেছে জিরোনোকে। রিয়ালের হয়ে জয়ের নায়ক অধিনায়ক সার্জিও রামোস। তিনি করেছেন জোড়া গোল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের সাত মিনিটে রিয়ালকে হতবাক করে এগিয়ে যায় জিরোনা। বাঁ দিক থেকে রাউল গার্সিয়ার ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে ডান পায়ের টোকায় বল জালে জড়ান হন্ডুরাসের ফরোয়ার্ড আলেকসান্দার লোসানো।

ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ১৮ মিনিটে আলভারো ওদ্রিওসোলার ছোট করে নেওয়া কাটব্যাক ছোট ডি-বক্সের বাইরে পেয়ে জোরালো শটে রিয়ালকে সমতায় ফেরান লুকাস ভাসকেস (১-১)। ৪২ মিনিটে রামোসের স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে ভিনিসিউস জুনিয়র ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। ৬৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গ্রানেলের স্পট কিকে সমতায় ফেরে অতিথিরা (২-২)। ডি-বক্সে কিছুক্ষণ আগে কাসেমিরোর বদলি নামা মার্কোস লরেন্তের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় জিরোনা।

তবে শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে আরো দুবার জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে রিয়াল। মার্সেলোর কাট ব্যাকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস। আর ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল সহজেই জালে ঠেলে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। আগামী বৃহস্পতিবার জিরোনার মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল মাদ্রিদ। শেষ চারে উঠতে রিয়াল ন্যূনতম ড্র করলেই চলবে। আর অঘটন ঘটাতে জিরোনোর লাগবে বড় ব্যবধানের জয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads