নোয়াখালীর সেনবাগে হাম রুবেলা (এম আর) ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মতিউর রহমান সেনবাগ ৫০ শয্যা হাসপাতালে টিকা প্রদানের মধ্যদিয়ে ওই ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন এমওডিসি ডাক্তার নির্ময় পাল, ডাক্তার গোলাম আজম, ডাক্তার রুম্মন বাতুল, ডাক্তার তানজিলা আপরিন, ডাক্তার উত্তম কুমার সুশীল, এমপিপিআই গিয়াস উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক আবদুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা প্রমুখ।
সেনবাগে ২১৭ টি কেন্দ্র থেকে ৯ মাস ১০ বছর বয়সী ৭৮ হাজার শিশুকে ওই টিকা দেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মতিউর রহমান।
আজ থেকে শুরু হওয়া হাম রুবেলা (এম আর) টিকা দান কর্মসূচী চলবে ৩১/০১/২০২১ ইং পর্যন্ত।
পুরো বাংলাদেশে ০৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদেরকে ১ ডোজ টিকা দেওয়া হবে যা শুক্রবার ছুটির ব্যতিত ৪৫ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।