সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

যুবলীগ নেতা জাকির হোসেন প্রকাশ সোহাগ

দুর্ঘটনা

সেনবাগে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মার্চ, ২০২১

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন প্রকাশ সোহাগ (২৮) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত সোহাগ কাবিলপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও শায়েস্তানগর গ্রামের সুরুজ মিয়ার বাড়ির মৃত সাহেব উল্লাহ ছেলে।

স্থানীয় সুত্রে জানাগেছে, যুবলীগ নেতা সোহাগ গতকাল বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে ছমির মুন্সির হাট বাজার আসার পথে শায়েস্তানগর দরগাবাড়ি পোলের গোড়া সংলগ্ন খন্দকার অটো ওয়ার্ক শপের সামনে পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক সোহাগের মোটরসাইকেল টিকে ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালের ভর্তি করান। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচসে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়। সোহাগের মৃত্যুর সংবাদ এলাকায় পৌছলে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads