অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করে ক্ষমতা হস্তান্তরে সম্মত হলেন ডোনাল্ড ট্রাম্প। নানা ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু হবে বাইডেন প্রশাসনের।
একদিন আগেই মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতি পাওয়ার কথা ছিলো। তবে বুধবার যৌথসভা চলাকালে পার্লামেন্টে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। যার কারণে বাইডেনকে স্বীকৃতি দেয়ার সভা সাময়কি স্থগিত করা হয়।
মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন ওই হামলায় চারজনের নিহত হওয়ার খবর মিলেছে। নিরাপত্তারক্ষীসহ আহত হয়েছেন অনেক। এই ঘটনার পর ট্রাম্পকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তার দল রিপাবলিকানের নেতারাই।
এদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রসে জো-বাইডেন ইলেকটোরাল কলেজে বিজয়ী এমন প্রত্যয়নের পর ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ইতিহাসের প্রথম অধ্যায়ের সমাপ্তি হলো।
ট্রাম্প বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি; তা সত্ত্বেও আগামী ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হবে।
তিনি আরো বলেন, আমি সর্বাদা বৈধ ভোট গণণার কথা বলেছি। আর সেটা নিশ্চিত করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনে পরাজয় স্বীকার না করে অনড় অবস্থানের কারণে সমর্থকদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করতে পেরেছিলেন ট্রাম্প। কিন্তু যত সময় যাচ্ছে, বিষয়টিতে সবাই মোটামুটি বিরক্ত হয়ে উঠেছেন।
নির্বাচনের দিন থেকে ভোট কারচুপির অভিযোগ করে আসছেন ট্রাম্প। যদিও এখন পর্যন্ত এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু নির্বাচনের ফলের বিপক্ষে আইনি লড়াইও করেছেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন।
এর আগে ভোট প্রাপ্তিতে রেকর্ড গড়েছিলেন বারাক ওবামা। তিনি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট পেয়েছিলেন। তাকে পেছনে ফেলে বাইডেন পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৬ হাজার ২৪৫টি।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষিত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজে জয় পেয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।