সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু মোমিন আটক

সুন্দরবনের বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন গাজী

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু মোমিন আটক

  • কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা
  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০১৮

সুন্দরবনের বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন গাজীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার ভোর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার চুনকুড়ি তিন নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোমিন উপজেলার পার্শ্বেখালী গ্রামের মৃত হামিজ উদ্দীন গাজীর ছেলে।

কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের মেডিকেল অফিসার আমির হোসেন বলেন, শুক্রবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সুন্দরবনের মধ্যে চুনকুড়ি তিন নদীর মোহনায় বনদস্যু নুর আলম বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে তার নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা সেখানে অভিযান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads