পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের দুটি চামড়া, দুইটি মাথা ও ১০ কেজি কাঁচা মাংস আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোর রাতে সুন্দরবনের কৈখালির কালির খালে এই অভিযান চালানো হয়।
কৈখালি কোস্টগার্ড কর্মকর্তা লে.আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি টহল দল এই অভিযান চালায় । এ সময় হরিণ শিকারীরা পালিয়ে যায়।
জানা গেছে, চলতি শীত মৌসুমে সুন্দরবনে হরিণ শিকার বেড়ে গেছে। শিকারি চক্র চোরাই পথে আবার কখনো জেলে বেশে সুন্দরবনে প্রবেশ করে ফাঁদ পেতে হরিণ শিকার করছে। হরিণের মাংস মাঝে মধ্যে উদ্ধার করা হলেও বোঝার উপায় নেই কি পরিমাণ হরিণ শিকার হচ্ছে সুন্দরবন থেকে।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চার সপ্তাহে বন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা সুন্দনবনে কয়েক দফা অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি হরিণের মাংস, হরিণের তিনটি চামড়া এবং তিনটি মাথা উদ্ধার করে। এছাড়া জবাই করা অবস্থায় একটি হরিণ উদ্ধার করে বন বিভাগ।