দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমানা পিলার পরিদর্শন করেছেন দুই দেশের যৌথ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তসলীমুল ইসলামের নেতৃত্বে ভারতীয় ৫ সদস্যের প্রতিনিধি দলটি হিলি সীমান্তে আসেন।
এসময় তারা হিলি সীমান্তের চেকপোস্টের ২৮৫/১১নং সাব সীমানা পিলার থেকে ২৮৬নং মেইন পিলার পর্যন্ত মোট ২২টি সাব সীমানা পিলার ঘুরে দেখেন এবং এসব পিলারের সঠিকতা যাচাই, রক্ষনাবেক্ষণ, ক্ষতিগ্রস্ত ও সংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন, পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক অভানিন্দ্র সিংহ, উপ-পরিচালক সুমী বিশ্বাস, চার্জ অফিসার সুরজিৎ চন্দ্র, অতিরিক্ত চার্জ অফিসার বিদেশ নাইয়া ও সহকারি সার্ভে অফিসার সুদীপ্ত সরকার।