সিরাজগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু

ফাইল ছবি

প্রাকৃতিক দুর্যোগ

সিরাজগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুন, ২০২০

সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবলীগ নেতা নুরনবী জোয়াদ্দার (৪০) বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়েছে। সে স্থল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক। এ সময় তার ছেলে স্কুল ছাত্র জাহিদ (১৩) আহত হয়।

বুধবার ভোর ৪টার দিকে দিগলকান্দিচরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, দিগলকান্দি চরে জমিতে আবাদ এবং গরু-ছাগল পালনের জন্য বছরের অধিকাংশ সময় গ্রামে বসবাস করতেন যুবলীগ নেতা নুরনবী জোয়াদ্দার। বুধবার ভোর ৪টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাইরে রাখা গরু গোয়ালে তুলতে ঘুমন্ত ছেলে জাহিদকে ডেকে উঠিয়ে নুরনবী ঘর থেকে বের হয়। গরু তোলার সময় বাড়ির উঠানে বজ্রপাত পড়লে পিতা-পুত্র গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন এবং ছেলে জাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ওসি তদন্ত কে এম রাকিবুল হুদা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads