সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সাজেদা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা থানার জোযা নোয়াগাও এলাকার নজরুল ইসলামের ছেলে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা মো: ফসাল আহমেদ (৩০), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাজধানীর ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক মো: ফয়সাল আরাফাত (২৮)। তারা সম্পর্কে চাচাত ভাই। মোটরসাইলে চড়ে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাবুল হোসেন জানান, অজ্ঞাত একটি কাভার্ডভ্যান মোটরসাইলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। লাশ দুইটি উদ্ধার করে থানা নিয়ে যাওয়া হয়েছে। পালিয়ে যাওয়া কাভার্ডভ্যান ও চালক হেলপারকে আটকের চেষ্টা চলছে।