সাইফুল ইসলাম সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ডিবি পুলিশের পৃথকপৃথক দুটি জটিকা অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ৮০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছেন।
শনিবার সকালে জেলা ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে , শুক্রবার বিকালে একটি গোপন সংবাদের সূত্র ধরে জেলা ডিবি পুলিশের দুটি দল উপজেলার উত্তর চারিগ্রাম এলাকায় ও বিনোদপুর মহল্লায় পৃথক দুটি অভিযান চালান। অভিযানকালে চারিগ্রামের মোঃ বাচ্চু দেওয়ানের ছেলে মোঃ শামীম দেওয়ান (৩৬) কে ২০ গ্রাম হেরোইনসহ এবং বিনোদপুর এলাকা হতে মৃত আব্দুল গফুরের ছেলে ইকবাল হোসেন (৩৮) ও মোঃ হালিম মিয়ার ছেলে মোঃ আলম (৩৫) কে ৬০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় । দুইজনের বাড়ি বিনোদপুর গ্রামে বলে জানা গেছে ।
জেলা ডিবির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন এ ঘটনায় সিংগাইর থানায় পৃথক ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে।