দেশের ৫ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৬ জন নিহত হয়েছে। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
বুধবার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ চরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মুন্নাকে গ্রেফতারে অভিযান চালায় র্যাব। এসময় তাদের লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকসহ মুন্না ও তার সহযোগী রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাতে তালিকাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেফতারের পর মাদকদ্রব্য উদ্ধারে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকায় অভিযানে যায় জেলা পুলিশের একটি দল। এ সময় আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সোহেলের সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুযুদ্ধ হয়। গোলাগুলিতে নিহত হন সোহেল।
এছাড়া গতরাতে ঢাকার কেরানীগঞ্জ, নাটোর ও যশোরে গুলিতে আরো ৩ জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছে 'বন্দুকযুদ্ধে'।