সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে চারজন

প্রতীকী ছবি

অপরাধ

সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জুলাই, ২০১৮

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত। এছাড়াও নারায়ণগঞ্জ, রংপুর ও বাগেরহাটে গোলাগুলিতে নিহত হয়েছে আরো তিনজন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতদের মধ্যে মাদক ব্যবসায়ী, ডাকাত ও বনদস্যু রয়েছে।

মধ্যরাতে মিরপুর বেড়িবাঁধে র‍্যাবের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে দুই মোটরসাইকেল আরোহী। থামতে বললে র‍্যাবকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে তারা। র‍্যাব গুলি চালালে গুলিবিদ্ধ হয় একজন, অন্যজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ বাবুকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাগুলিতে নিহত হয়েছে নাদিম। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
এদিকে, রংপুরের হাজিরহাটে গোলাগুলিতে নিহত বেলাল মিয়া ডাকাত দলের সর্দার দাবি পুলিশের। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

এছাড়া, বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া খাল এলাকায় গোলাগুলিতে মারা গেছে এক যুবক। উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। নিহত যুবককে বনদস্যু দাবি করেছে র‍্যাব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads