করোনা ভাইরাস মহামারিতে কর্মহীনদের মধ্যে ত্রাণ কার্যক্রম তদারকি করতে ৬৪ জেলায় সরকারের ৬৪ জন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদের এই কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে করোনাকালীন সময়ে সার্বিক বিষয়ে সমন্বয় করবেন।
সরকারের শীর্ষ এই কর্মকর্তারা কে কোন জেলায় ত্রাণ কার্যক্রম তদারকি করবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক জেলার কার্যক্রম নিয়মিত মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলে হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা ও চ্যালেঞ্জ বা অন্যান্য বিষয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে লিখিতভাবে জানাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।





