সাতগুণ টাকা নেওয়ার অভিযোগ

সংগৃহীত ছবি

সারা দেশ

সাতগুণ টাকা নেওয়ার অভিযোগ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২১

সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের সচিব মোক্তার হোসেনের বিরুদ্ধে সরকারি বিধির বাইরে জন্মনিবন্ধনে অতিরিক্ত সাতগুণ টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ওই সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, সর্বশেষ সরকারি বিধি মোতাবেক নতুন জন্ম ও মৃত্যুনিবন্ধনের সর্বোচ্চ ফি ৫০ টাকা। কিন্তু যাদবপুর ইউনিয়ন পরিষদের সচিব মোক্তার হোসেন প্রতিটি জন্মনিবন্ধনে ৩০০ টাকা করে নিচ্ছেন। গ্রাহকরা রশিদ চাইলে রশিদ লাগবে না বলে তালবাহানা করছেন। এ ব্যাপারে অভিযুক্ত যাদবপুর ইউনিয়ন পরিষদের সচিব মুক্তার হোসেন জন্ম ও মৃত্যুনিবন্ধনে ৩০০ টাকা পর্যন্ত নেওয়ার কথা স্বীকার করেন। এ সময় তিনি প্রতিটি নিবন্ধনে অফিসিয়াল নানা খরচের তালিকা তুলে ধরেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার বলেন, অতিরিক্ত টাকা না নেওয়ার বিষয়ে সচিবকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা মানছেন না।  উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ওই সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads