সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

ফাইল ছবি

আবহাওয়া

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২০

উত্তর বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এমন তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এতে আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয় ওই বুলেটিনে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads