সাংবাদিক আজাদ হোসেন সুমনের প্রথম জানাজা অনুষ্ঠিত

ফাইল ছবি

শোক সংবাদ

সাংবাদিক আজাদ হোসেন সুমনের প্রথম জানাজা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর, ২০১৯

দৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক নেতা আজাদ হোসেন সুমনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে এ জানাজা হয়।

জানাজার নামাজে গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক নেতারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

গতকাল মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি রাজধানীর নিউরো সাইন্সেস হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কল্যাণবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনেরও (ক্র্যাব) সদস্য ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজাদ হোসেন সুমন এর আগে দৈনিক আমাদের অর্থনীতি, নবচেতনা ও অধুনালুপ্ত আজকের কাগজে কাজ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের খবর পরিবার শোকাহত।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads