ময়মনসিংহে এক সাংবাদিকের দায়েরকৃত চাঁদাবাজি মামলায় স্থানীয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক খাইরুল আলম রফিককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ প্রদান করেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট শাজাহান কবীর সাজু এ প্রতিবেদককে জানান, স্থানীয় সাপ্তাহিক সোনালী শীষ পত্রিকার প্রধান ফটো সাংবাদিক মো: কামাল বাদী হয়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর সাংবাদিক রফিকের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।
বিজ্ঞ আদালত কোতোয়ালী থানা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত বছরের ২৭ অক্টোবর কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজ্ঞ আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলার ধার্য তারিখ ২৫ ফেব্রুয়ারী সোমবার আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাংবাদিক রফিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, এর আগে ২০১৮ সালের ৩ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাংবাদিক খাইরুল আলম রফিক দীর্ঘদিন কারভোগের পর উচ্চ আদালত থেকে জামিন লাভ করে।