সাঁথিয়ায় মহান বিজয় দিবস পালিত

সাঁথিয়ায় বিজয় দিবসে আ’লীগের বর্ণাঢ্য র‌্যালী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাঁথিয়ায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০১৮

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :  

পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকেই উপজেলা বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে সমাবেত হতে থাকেন।

সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহীদ মিনার চত্বর থেকে বের হয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে বণাঢ্য র‌্যালীটিতে নেতৃত্ব দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ’লীগ নেতা ও পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, হাসান আলী খান, রবিউল করিম হিরু, এসএম আলমগীর হোসেন, আব্দুল জলিল, মাহাবুব আলম বাচ্চু, তায়েম রহমান, ছাত্রলীগ নেতা হাসিবুল খান ছানা প্রমূখ।

সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, বিজয়ের মাসে ভোটের মাধ্যমে স্বাধীনতা বিরোধী নব্য রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ৩০ তারিখে ভোটের মাঠে তাদেরকে প্রতিহত করে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও দিবসটি উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads