পাবনার সাঁথিয়ায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
সাঁথিয়া সরকারি কলেজ ও জোড়গাছা ডিগ্রি কলেজে গতকাল শনিবার শুরু হওয়া এ প্রশিক্ষণে ১০৭ জন প্রিজাইডিং অফিসার,৭১৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৪১৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান সাঁথিযা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন।
শনিবার জোড়গাছা কলেজে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটার্নিং কর্মকর্তা শাফিউল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা নির্বাচন অফিসার আ. লতিফ শেখ, সাঁথিযা থানার ওসি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা।