সম্পাদক পরিষদের মন্তব্য দুঃখজনক : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

সংরক্ষিত ছবি

রাজনীতি

ডিজিটাল নিরাপত্তা আইন

সম্পাদক পরিষদের মন্তব্য দুঃখজনক : তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ অক্টোবর, ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা না হওয়ায় ‘তিন মন্ত্রী কথা রাখেননি’ বলে সম্পাদক পরিষদ যে মন্তব্য করেছে তা হূদয়বিদারক ও দুঃখজনক। একই সঙ্গে এ আইন বিষয়ে যেকোনো সময় মন্ত্রিসভায় আলোচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আলোচনায় আছি, আলোচনার ভেতরে থাকব।’

গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, যেকোনো সময় (মন্ত্রিসভায়) আলোচনাটা হবে এবং আলোচনা করলে আবারো এডিটরস কাউন্সিল ও সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হব।’ আলোচনা বন্ধ হয়ে যায়নি বলেও মনে করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক নিয়ে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে আলোচনার মধ্য দিয়ে সেগুলোর একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হবেন— এ বিশ্বাস রেখে ইনু বলেন, ‘সুতরাং তিন মন্ত্রী কথা রাখেননি— এ মন্তব্যটা আমাদের কাছে হূদয়বিদারক, দুঃখজনক।’

আশ্বাস দেওয়ার পরও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা না হওয়ায় এই আইনের বিতর্কিত ৯টি ধারা সংশোধনের দাবিতে ১৫ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে সম্পাদক পরিষদ। এর আগেও একই কর্মসূচি দিয়েছিল সম্পাদক পরিষদ। তথ্যমন্ত্রী চিঠি পাঠিয়ে অনুরোধ করায় তা স্থগিত করা হয়। পরে তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের আপত্তির বিষয়টি মন্ত্রিসভায় আলোচনার জন্য তোলা হবে এবং মন্ত্রিসভায় আলোচনার পর আবারো তিন মন্ত্রী সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন। কিন্তু এরপর মন্ত্রিসভার দুটি বৈঠক হলেও কোনোটিতেই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা হয়নি। এ অবস্থাতেই গত ৮ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা বিলে সই করেন রাষ্ট্রপতি।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের আপত্তির বিষয়ে ‘পরিস্থিতিটা’ প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে জানিয়ে ইনু বলেন, ‘কিন্তু মন্ত্রিসভায় আলোচনার পরিবেশটা ছিল না বলে হয়নি।’

সম্পাদক পরিষদের মানববন্ধন কর্মসূচি ঘোষণার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা তো গণতান্ত্রিক পরিধির ভেতর কাজ করছি। এগুলো গণতান্ত্রিক পন্থা, সেই পন্থা অবলম্বন করলে আমাদের তো এ ব্যাপারে কোনো মন্তব্য নেই।’ তিনি বলেন, তারা যাই করুক আমরা আলোচনায় আছি, আলোচনার ভেতরে থাকব।

ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির সই করা প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, এটা তার রুটিন কাজ। যদি সংশোধন করতে হয় করব, সংসদ তো আছে। আলোচনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ।

ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা নিয়ে সম্পাদক পরিষদ আপত্তি জানিয়ে আসছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads