করোনার বিরূপ প্রভাব পড়েছে কৃষি খাতে। একদিকে ফসল ঘরে তোলায় শ্রমিক সংকট, অন্যদিকে বাজারজাতকরণে ঝামেলায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা করছেন তারা।
মাঠজুড়ে ধান, গম থেকে শুরু করে শাকসবজি- সবই পরিপক্ক। কিন্তু ফসল তোলা, বাজারজাতকরণ ও বাজারে ন্যায্য মূল্যের অভাবে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা জানান, করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকট ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় ফসল মাঠেই পড়ে আছে। অনেকে ঝুঁকি নিয়েই নিজেরাই কাজ করছেন। কিন্তু বাজারজাতকরণে গুণতে হচ্ছে বাড়তি অর্থ। এতে লোকসান হচ্ছে তাদের। কষ্টে বোনা সবজির ন্যায্যমূল্য না পাওয়ারও আশংকা তাদের।
সংকটাপন্ন সময়ে কৃষকদের পাশে আছে কৃষি বিভাগ- এমনটি জানিয়েছেন বিভিন্ন জেলার উপজেলা কৃষি কর্মকর্তারা।
এমন অবস্থায় কৃষি ও কৃষকদের বাঁচাতে সরকারি প্রণোদনার পাশাপাশি বাজারজাতকরণে সুবিধা ও নায্যমূল্য দেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের।