সখীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

সখীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মে, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সরকারি মুজিব কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. জয়নূল আবেদীনের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টায় সখীপুর-সাগরদীঘি সড়কের উপজেলার বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় তিনি মারা যান।

সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দেলুয়ার শিকদার জানান, অধ্যাপক মো. জয়নূল আবেদীন অটোভ্যানযোগে কচুয়া থেকে বড়চওনা যাচ্ছিলেন। বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাঁকে বহনকারী অটোভ্যানের সংঘর্ষ হয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয় যাওয়া হয়। পরে ঢাকার গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি কালিয়া ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ছিলেন।  সরকারি মুজিব কলেজ মাঠে সকাল ১০টায় তাঁর প্রথম নামাজে জনাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় কালিয়া ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিহত অধ্যাপক জয়নূল আবেদিনের বাড়ি উপজেলার কালিয়া গ্রামে।

তার মৃত্যুতে নিজ গ্রাম ও সরকারি মুজিব কলেজসহ উপজেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads