সখীপুরে কলেজছাত্র রবিন হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে কলেজছাত্র রবিন হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র আনিসুর রহমান রবিন (১৮) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বহুরিয়া গ্রাম থেকে নাহিম ওরফে ফাহিম খান (১৯) ও রনি মিয়া (২০) নামের দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে।
নাহিম ওরফে ফাহিম খান উপজেলার বহুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের শাহিন খানের ছেলে এবং রনি একই এলাকার মজনু মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে পুলিশ জানায়,  গত ১৯ জানুয়ারি রাতে উপজেলার চতলবাইদ মধ্যপাড়া এলাকার হালিম পীরের বাড়ীতে বাউল গানের আসরে আনিসুর রহমান রবিনের সঙ্গে ওই এলাকার এক যুবকের ধাক্কা লাগে। এই ধাক্কা লাগাকে কেন্দ্র করেই ১৫-১৬ জনের একদল যুবক কলেজছাত্র আনিসুর রহমান রবিনসহ তার জমজ ভাই ও খালাতো বোনের উপর রাতে বাড়ি ফেরার পথে হামলা চালায়।

ওই হামলায় আহত রবিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সখীপুর থানা পুলিশ রবিনের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া জানান, কলেজ ছাত্র আনিসুর রহমান রবিন হত্যা মামলায় অভিযুক্ত ওই দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads