সংলাপে সমঝোতার চেষ্টা

গণভবনে গতকাল রাতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে অংশ নেন ১৪ দলের নেতারা। ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন

ছবি - বাসস

রাজনীতি

সংলাপে সমঝোতার চেষ্টা

পরস্পরকে বাগে আনতে কৌশলী অবস্থানে ১৪ দল ও ঐক্যফ্রন্ট

  • রেজাউল করিম লাবলু ও হাসান শান্তনু
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০১৮

‘নির্বাচন কার অধীনে’ তা নির্ধারণে সংলাপে বসেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। আলোচনার ভিত্তি হিসেবে ফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সাত দফা দাবি তুলে ধরেন। এরপর এ নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি তুলে ধরেন দুই জোটের ৪৩ নেতা। গতকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সংলাপ শুরু হয়। এদিকে সংলাপ যখন চলছিল তখন বাইরে সংলাপের সফলতা কামনা করে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করছিলেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা। এদিকে সংলাপের শুরুতে ফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়ে দেওয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণভবন জনগণের ভবন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, আওয়ামী লীগ গত ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে তা সবাই দেখতে পেয়েছেন। এখন সবাই মিলে দেশটাকে গড়তে হবে। কারণ, দেশটা আমাদের সবার। সবাই মিলে এদেশটাকে গড়তে হবে। পরে ফ্রন্টের সদস্যরা প্রত্যেকে দুই মিনিট করে বক্তব্য রাখেন। 

ফ্রন্টের প্রতিনিধি দল : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান ও মির্জা আব্বাস। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকউল্লাহ। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও সহসভাপতি তানিয়া রব। ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মাদ মনসুর ও আ ব ম মোস্তফা আমিন এবং স্বতন্ত্র হিসেবে থাকছেন ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে গয়েশ্বর চন্দ্র রায় সংলাপে যাননি বলে জানিয়েছেন তার একান্ত সহকারী আমিন।

আওয়ামী লীগ ও ১৪ দলের প্রতিনিধি দল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ড. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম ও আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত থাকছেন। ১৪ দলের মধ্যে ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, জাসদ আরেক অংশের কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল।

উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার অংশ হিসেবে গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। পরদিন সোমবার সংলাপে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেন ড. কামাল হোসেনকে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় সংলাপ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads