সারা দেশ

শৈলকুপায় জমি বিরোধে রিপনকে হত্যা : আদালতে ভাবীর জবানবন্দী

  • শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর, ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক রিপন (২৮) হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে নিহতের মেজো ভাই নান্নুর স্ত্রী ফরিদা খাতুন।

ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনি এ জবানবন্দী প্রদান করেন। এ ঘটনায় নিহতের মেজো ভাই নান্নু পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। নিহত রিপন উপজেলার ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নের চররুপদা গ্রামের মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো: শিহাব উদ্দিন জানান, পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড। রিপনকে তার মেজো ভাই নান্নু ও নান্নুর স্ত্রী ফরিদা খাতুন উভয়ে মিলে এ হত্যাকান্ড ঘটায় বলে আদালতে স্বীকার করেন আটক নান্নুর স্ত্রী। তারা হত্যার পর বাড়ির পাশের ডোবার কাদায় রিপনের মরদেহ পুতে রাখে বলে স্বীকার করে।

গত ৯ই ডিসেম্বর বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির পাশ্ববর্তী মাঠে জমিতে কেটে রাখা ধান পাহাড়া দিতে যায় রিপন। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। ঘটনাটি জানাজানি হলে তার জমি থেকে রিপনের ব্যবহৃত মোবাইল ও গায়ের চাদর উদ্ধার করে স্বজনরা। এরপর বুধবার ভোরে নিখোঁজের ৭ দিন পর ডোবায় কাদা চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads