শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক

দেশের প্রথম আইটি পার্ক ‘শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক’

সংগৃহীত ছবি

ফিচার

শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক

  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০১৮

শহিদ জয়, যশোর  

যশোরে স্থাপিত হয়েছে দেশের প্রথম আইটি পার্ক ‘শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্ক’। ২০১৭ সালের ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পার্কের উদ্বোধন করেন।  

যশোর পৌরসভার নাজির শংকরপুরে ১২ দশমিক ১৩ একর জমির ওপর ৩০৫ কোটি টাকা ব্যয়ে এ পার্ক নির্মাণ করা হয়। পার্কটি পরিচালনার ভার সরকার টেকসিটি নামে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছে। ওই কোম্পানি বিভিন্ন উদ্যোক্তাকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য চুক্তি করে।   

আইটি পার্কে ১২ একর জমির ওপর ১৫ তলার একটি আইটি ভবন (প্রতি তলার আয়তন ১৪ হাজার বর্গফুট), ১২ তলা বিশিষ্ট আবাসিক ভবন, বিনোদনের জন্য ৩ তলাবিশিষ্ট থিয়েটার ও একটি ক্যান্টিন রয়েছে। এ ছাড়া ডাটা ব্যাকআপের জন্য আলাদা ডাটা ক্লাউড সেন্টার করা হয়েছে। পার্কে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। ছয় একর সীমানায় একটি পুকুর, চারপাশে পায়ে হাঁটা পথ এবং বসার ব্যবস্থা রাখা হয়েছে। পার্ক প্রকল্পের পরিচালক (পিডি) জাহাঙ্গীর আলম বলেছেন, এতে ৫ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। শুরুতে বিভিন্ন সমস্যা এবং অব্যবস্থাপনা থাকলেও ধীরে ধীরে সেসব সমস্যা দূর করতে উদ্যোক্তারা এগিয়ে আসেন। এক লাখ ৮০ হাজার বর্গফুট জায়গার এ পার্কে বর্তমানে দেশি-বিদেশি মোট ১৯টি কোম্পানি কাজ করছে। ১৪টি চুক্তিবদ্ধ হয়েছে এবং ১৭টি প্রতিষ্ঠান প্রস্তাব পর্যায়ে রয়েছে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, কল সেন্টার ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট- এ চারটি ক্ষেত্রে দেশ-বিদেশের আইটি (তথ্যপ্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুয়োগ পেয়েছেন। এ পার্কে ৪১টি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন হবে। এজন্য ১৮টি দেশীয় প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। শেখ হাসিনা সফটওয়্যার আইটি পার্কটি আন্তর্জাতিক মানের আইটি পার্ক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads