শুধু তোমার জন্য

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

ছবি : ইন্টারনেট

বলিউড

শুধু তোমার জন্য

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুলাই, ২০১৮

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। বলিউডের ছবিতে অভিনয়ের পাশাপাশি তেলেগু, মালয়ালম ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০০৮ থেকে ২০১০ সালের ‘ইস্টার্ন আই’ ম্যাগাজিনের পাঠক জরিপে এশিয়ার সেরা যৌন আবেদনময়ী নারী হিসেবে চিহ্নিত হয়েছেন তিনি। ১৪ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ক্যাট। অভিষেকের সময় থেকেই আলোচিত তিনি।

আসছে ১৬ জুলাই ৩৫ বছরে পা রাখবেন সুন্দরী ক্যাট। তার জন্মদিন পালনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বলিউডের তার সঙ্গীরা। জন্মদিন পালনের আগে বলিউডের বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় শীর্ষে রয়েছেন ক্যাটরিনা কাইফ। কারণ হিসেবে জানা গেছে, অর্জুন কাপুর নাকি জন্মদিনের আগেই ক্যাটরিনাকে জন্মদিনের উপহার পাঠিয়ে দিয়েছেন।

কাশ্মির থেকে শুরু করে গোটা বলিউড। ক্যাটরিনা-অর্জুন সম্পর্কের কথা সবারই জানা। কাছের মানুষের জন্মদিনে যেন তর সইছে না অর্জুনের। তাই তড়িঘড়ি করে গত মঙ্গলবারই উপহার পাঠিয়ে দিয়েছেন ক্যাটকে। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অর্জুন।

সেই ছবিতে দেখা যাচ্ছে, লেকের ধারে নৌকার দাঁড় হাতে দাঁড়িয়ে অর্জুন। আর ক্যাপশনে লিখেছেন- ‘তেরি ওর, তেরি ওর। হায় রাব্বা!!! এটির দ্বিতীয় সংস্করণ তোমার জন্য ক্যাটরিনা কাইফ। জন্মদিনের আগাম উপহার শুধু তোমার জন্য।’

‘অন্তত একটা ভিডিও দেবে ভেবেছিলাম।’ অর্জুনের পোস্ট করা ছবির নিচের এমন মন্তব্যই করেছেন ক্যাটরিনা। এ মন্তব্যই বলে দিচ্ছে জন্মদিনের আগে কতটা আনন্দে রয়েছেন ক্যাটরিনা-অর্জুন। জন্মদিনের আয়োজন যে ঘটা করে হবে সেটা আর বলার বাকি নেই। জন্মদিনের আয়োজন থেকে নতুন কোনো সুখবর দেবেন কি না ক্যাট, সে অপেক্ষায় রয়েছেন বলিপাড়ার ক্যাটভক্তরা। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার বিয়ের ব্যাপারে হয়তো কোনো ঘোষণা দিতে পাবেন ক্যাটরিনা। যদি তাই হয়, তাহলে পাত্র অবশ্যই অর্জুন কাপুরই হবেন। এমনটাও বলছেন বলিউড-সংশ্লিষ্টরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads