কিশোরগঞ্জের মিঠামইনে ফুটবল খেলা কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষে আক্তার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাটখাল ইউনিয়নের চর কাটখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আক্তার কাটখাল ইউনিয়নের চরকাটখাল গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার চরকাটখাল গ্রামে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় হক মিয়ার বাড়ি ও হাশিম মিয়ার বাড়ির শিশুরা। এদিন খেলা নিয়ে দুই বাড়ির শিশুদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে ঝগড়া হয়। ঘটনাটা জানার পর দুই বাড়ির অভিভাবকরা ফুঁসতে থাকেন এবং মারামারির প্রস্তুতি নিতে থাকেন। গতকাল শুক্রবার দুপুরে দুই বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে হাশিম মিয়ার পক্ষের আক্তার গুরুতর আহত হন। তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত একই পক্ষের জয়নালকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গছে।
কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘খেলা নিয়ে ছোটদের ঝগড়ার ঘটনা মীমাংসা না করে বড়রা মারামারিতে লিপ্ত হন। এ সময় হতাহতের ঘটনাটি ঘটে।’ তিনি আরো বলেন, ‘আর যেন কোনো সংঘর্ষ না হয়, সে চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত, তবে ভেতরে ভেতরে উত্তেজনা রয়েছে।’
মিঠামইন থানার ওসি মো. আলিমুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি। নিহত আক্তার উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।