শিবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

শিবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি, ২০১৯

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ কারারচর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন মিলগেইটের পাশ্ববর্তী একটি কলা বাগানে রক্তাক্ত অজ্ঞাত নারীর লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় ওড়না পেচাঁনোর দাগ পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।  আর এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads