শার্লিনের ‘ঊনপঞ্চাশ বাতাস’

ছবি : সংগৃহীত

শোবিজ

শার্লিনের ‘ঊনপঞ্চাশ বাতাস’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০১৯

ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানার জন্য এক অন্য রকম চ্যালেঞ্জের বছর ছিল ২০১৮। শার্লিন অভিনীত প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর কাজ শেষ করেছেন গেল বছর। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এ ছবিটি ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির মুক্তির অপেক্ষা করছেন শার্লিন জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রথম ছবি। তাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি নিজেকে বড়পর্দায় দেখার। দিন যাচ্ছে, কিন্তু অপেক্ষা আমার শেষ হচ্ছে না। তবে শিগগিরই এই অপেক্ষা শেষ হবে। অনেক যত্ন নিয়ে উজ্জ্বল ভাই চলচ্চিত্রটি নির্মাণ করছেন। আমি খুব আশাবাদী আমার প্রথম চলচ্চিত্র নিয়ে।’

এদিকে শুভ্র খানের নির্দেশনায় জিটিভির জন্য ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘শুভমিতা’য় অভিনয় করেছেন শার্লিন ফারজানা। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মেহেদী হাসান জনির নির্দেশনায় ‘গল্পটা তোমার জন্য নয়’ নাটকেও অভিনয় করেছেন শার্লিন। এরই মধ্যে আদনানের ‘অতল জলের গল্প’ ফিকশনে চিত্রায়ণ শেষ করেছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads