শারাপোভার গুজব

রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা

ছবি : ইন্টারনেট

টেনিস

শারাপোভার গুজব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৯ অক্টোবর, ২০১৮

অনেক সময় ক্রীড়া তারকাদের সম্পর্কে মিথ্যা, বানোয়াট গুজবও ছড়িয়ে পড়ে। সম্প্রতি এক টেলিভিশন শোতে এসব নিয়ে কথা বললেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। নিজের সম্পর্কে সবচেয়ে বড় গুজব কী শুনেছেন? জবাবে মাশা বলেন, ‘একবার শুনেছিলাম আমি নাকি অন্তঃসত্ত্বা। একজন তো সরাসরি প্রশ্ন করেন, তুমি কী অন্তঃসত্ত্বা? এমন ঘটনার সাক্ষী বহুবার থেকেছি।’ ভক্তদের পাগলামো সামলাতে হয়েছে কখনো। জবাবে তিনি বলেন, ‘আমার সমর্থকরা যথেষ্ট ভদ্র আর সভ্য। তেমন পাগলামো কখনো করতে দেখিনি। কেউ কেউ আমার নাম বা অটোগ্রাফ ট্যাটু করিয়ে আমায় দেখিয়েছেন। সেই পর্যন্তই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads