শানের ‘বর্ষা বন্দনা’

সঙ্গীতশিল্পী শান

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

শানের ‘বর্ষা বন্দনা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই, ২০১৮

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘কন্যারে’খ্যাত সঙ্গীতশিল্পী শান। ‘বর্ষা বন্দনা’ শিরোনামের গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। সঙ্গীত পরিচালনা করেছেন অভিজিৎ জিতু। গানটির সুর করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। লতা আচারিয়ার পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন ফয়সাল দীপ, ইভানা ও পুতুল।

প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে ২৬ জুলাই গানটি মুক্তি দেওয়া হবে। নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শান বলেন, ‘বর্ষা চলছে এখন। আর ঠিক এ সময়েই সোমেশ্বর অলির চমৎকার একটি লিরিকে কাজ করলাম। ভিডিওটাও অন্যরকম হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

অন্যদিকে সেভেন টিউনসের কর্ণধার পারভীন সুলতানা বলেন, ‘আমরা এরই মধ্যে আসিফ আকবর, ইমরান তাহসানের গান রিলিজ করেছি। মুক্তির তালিকায় আরো একাধিক বড় প্রজেক্ট রয়েছে। শানের এই গানের কাজটি দারুণ হয়েছে। এখন শ্রোতারা গ্রহণ করলেই সার্থকতা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads