শাকিব-বুবলীর গোলাপি

মুক্তি পেয়েছে শাকিব-বুবলীর ‘গোলাপি’ শিরোনামের নতুন গান

সংরক্ষিত গান

আনন্দ বিনোদন

শাকিব-বুবলীর গোলাপি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১ জুন, ২০১৮

এবার মুক্তি পেয়েছে শাকিব-বুবলীর ‘গোলাপি গোলাপি’ শিরোনামের নতুন গান। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির এ গানটি প্রকাশিত হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে। বুধবার রাতে প্রকাশ হওয়ার পরই বেশ আলোড়ন সৃষ্টি করেছে গানটি।

শাপলা মিডিয়া সূত্রে জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। আকাশের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ ও তানুজা। ব্যাঙ্ককের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটিতে শাকিব-বুবলীর অন্যরকম রোমান্স দেখতে পাচ্ছে দর্শক।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে চট্টগ্রামের ছেলে শাকিব খান ও নোয়াখালীর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন বুবলী। শাকিব-বুবলী জুটির পঞ্চম এ ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ছবির পোস্টার ও ট্রেলার প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads